বায়বীয় কথাগুলো ইদানিং মনোযোগ দিয়ে শুনি
শব্দের সংখ্যাতত্ত্বে হিসেবের মাঝে রাখি
সুরের ব্যাকরণে জটিল সূত্রের আবির্ভাব
তার মাঝেই শুনি বাতাসের ধ্বনি
আমি বাতাসের কথাগুলো নিয়ে ভাবি
কেন শব্দেরা আজ পথহারা।
মাছের মায়ের পুত্রশোকে কুমিরের শোকপ্রকাশ
একটি জটিল পবিত্র চক্রান্তের শুরু
জলের গভীরে জলেরই বাস
তার গভীরে কিছু স্বচ্ছ উন্মাদনা হিংস্রতার উল্লাসে
আমি কিছু শব্দ শুনি তরঙ্গে
জলের শব্দে নির্দোষ আতর্নাদ
তবুও কুমিরের সহজ কৌতুক থামে না জলে
উদরপূর্তি করে চলে পবিত্র ভোজন।
আকাশে ভসে বেড়ায় মেঘের আতর্নাদ
কেউ শোনে ধমকের স্বর, ধ্বংসের নিনাদ
আমি বৃষ্টির শব্দে ভাবি-
কেন আজও ঝরে বৃষ্টি!
মৃত্তিকা খোলসে জীবনের গলিত দেহ
পারবে কি পবিত্র করতে বারুদের ধারায়?