°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিকারের সন্ধানে শিকারী
উৎ পেতে রয় নিরবধি
লোভী মুখের রাজভিখারি
চেয়ে দেখে ক্ষমতার গদি।
জলের উপর কুন্দা ঠেলে
তার উপরে পাতলা দিয়ে
মাছ শিকারে ক্লান্ত জেলে
সংযমে রয় শিকার নিয়ে।
ভাগ্য সহায় তবুও অতি
সময় ধরে নিয়ম মেনে
শিকার ধরে পায় সে গতি
জোয়ার-ভাটা সময় জেনে।
রাজশিকারী পরের পাতে
হাত বাড়িয়ে সাবাড় করে
শরম ভুলে চরম হাতে
দম্ভ চোরের বছর ধরে।
ভুলেই গেছে শেষ হিসাবে
দিতেই হবে তাদের কভু
সবার প্রতি সমান ভাবে
উৎ পেতেছেন মহান প্রভু।
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
©উদাসকবি™
০৭ সেপ্টেম্বর ২০২১, কাপাসিয়া, গাজীপুর