ছায়ায় বসি বিশ্রামে
গাছের পাতা ছিঁড়ে
অনিয়ম করি বলে
থাকি নিয়ম ঘিরে।
আকাশে জলের ভীড়
নক্ষত্র অচেতন পিপাসায়
মাটির পৃথিবী ভারাক্রান্ত
তবুও মেঘ নিরাশায়।
সৈকতে ভাবে অভিলাষী
সাগরের গর্জন ছাড়া
বেআইনি চলবো বলে
বানাই আইনের ধারা।
শুষ্ক শরীরে সঞ্চারিত
শূন্যতা ভর বহুদূর
তালহীন জীবনে খুঁজি
ছন্দ-সুরের সুমধুর।