পরের কষ্ট দেখলে পরে
মনে লাগে খুশি
নিজেই নই ভালো মানুষ
বলো কাকে দোষী!
মিশিয়ে তেলে জল
ভুলেছি তব ছল
পাথর ফেটে জল ফোয়ারা
দেখে অঙ্গ চুষি।

#উদাসকবি