ভাবছি বসে আমার কী❓মন বন্দী ঘরের
জুট-ঝামেলা, ক্ষয়-ক্ষতি রাখি শুধু পরের
পরবে যখন নিজের ঘাড়ে
ঠাঁই পাবো না কারো ধারে
থাকবো তাই মিলেমিশে সুখ-দুঃখ সবের।

১৯-০২-২১🔸রোম🔹©উদাসকবি