তুমি কি মনে করেছিলে
তোমার প্রস্থানে
আমি বেদনায় নীল হয়ে যাবো?
তোমার বিরহে
চোখের জল ফেলে শুষ্ক মরুভূমি হবো?
তোমাকে পাবার তৃষ্ণায়
আকাশের মেঘগুলো পানীয় বানাবো?
আমার এতো সময় কোথায়?
আমি নতুনের সন্ধানে ব্যস্ত জীবন কাটাই।
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
🖋️আহমাদ সাজিদ উদাসকবি