১.
তুমি বনাম বাদী!
ভুলে যাও যুক্তিতর্ক, আইন, আদালত
মনকে বলো কে অপরাধী?
২.
পূণ্য কী, কিবা কসুর?
মনের কাছেই প্রশ্ন করো
নয় যে বহুদূর।
৩.
ঝেড়ে সংকীর্ণ সংশয়
মানতে হলে জানতে হবে
হৃদয় বিদ্যালয়।
৪.
ভদ্রতাই মনের কিরণ
অন্তরে জমলে গ্লানি
আঁধার হবে জীবন।
৫.
জটিল জীবন যতো
বুকের দুয়ার খুলে দিলেই
সহজ মনের মতো।