সময়ের আবর্তে আলোর আত্মপ্রকাশ
কান্নার জলে পিছু টানে ছায়াপথ।
কালের আত্মচিৎকারে শুনি
পতনের প্রতিবাদ।
শক্তির সুরে নিম্নগামী মনের স্বর
সুখের স্বপ্ন দেখে আহত পাখির দল
ওড়ে কিছু ডানাকাটা পাখি
তবুও মাটির পথে আকাশের তারা
সীমানা যখন সময়ের খেলায় চলে
প্রাচীর হেলে যায় অশান্তির ক্ষমতায়
নতুনের প্রতি ভ্রমের দীক্ষায়
জেগে ওঠে প্রাণে একরাশ
ছায়ার উল্লাস।