দুচোখে ভাসে স্বপ্নের গ্যাঁড়াকলে আলোছায়া মেঘ
জানি না মনের গভীরে কত ঝড়ের গতিবেগ।
রঙ মেখে রহস্য ছলে
কিছু শব্দের খেলা চলে
তবুও ভালোবাসা প্রণয় মঞ্চে জীবনের আত্মত্যাগ।
©উদাসকবি