কিছু রূপ অপকথায় শুধু রূপকল্পে
হাসি মুখ সদাশয় আমাদেরই গল্পে
আঁধারের যতো ভয়
বেওয়ারিশ সংশয়
মুছে দেবো পঙ্কিলতা গ্লানিবোধের স্বল্পে
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
পুনশ্চঃ গত বৃহস্পতিবার একটা দুর্ঘটনায় ডানহাতের বৃদ্ধাঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সবার দুআ কামনা করছি