"তুমিই আমার বন্ধু হবে", হাত বাড়িয়ে বলে
হাত ধরতেই সর্বস্বান্ত, নানা রকম ছলে
রূপ বদলে নানা রূপী
জীবন পথে আসে চুপি
যায় না চেনা আসল রূপে স্থলে কিবা জলে।

©উদাসকবি