🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
ঠিক বেঠিকের হিসেব কষে সবকিছুই করা
ভুল তরিকায় শুদ্ধ হওয়া নিজের কাছে ধরা
সব হয় না মনের মত
ভাগ্যের সাথে বাঁধা যত
সঠিক ভাবে করতে গিয়েই দেখছি ভুলে ভরা।

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
♦️উদাসকবি ♦️২৪-০২-২২♦️রোম