আষাঢ়ের মেঘলা বিকেল
আঁধারে ঢাকা চারপাশ
সময়ের আগেই এখন
সন্ধ্যা নামে, হঠাৎ সর্বনাশ।

এখানে নীতির বাদল নামে
রাজপাঠ বর্ণমালায়
আচমকা আঁধারের ঢেউ
জনতার পাঠশালায়।

স্বর্গবিলাস ক্ষমতার কেরামতি
নরকময় ঘরে ঘরে
নৈশভোটের অবাধ ছড়াছড়ি
উন্নয়নের পথ ধরে।

একটি বাংলাদেশ, পতাকাময়
মানচিত্রে শকুনির মুখ
সীমানা নির্মম কাঁটাতার প্রেমে
পরদেশী পরকীয়া সুখ।

রাতের আগেই এখন রাত নামে
বর্ষার ঘোর আঁধারে
তবুও কালোর টানে প্রেমে অন্ধ
ভক্ত বাবার মাজারে।

শিয়রে বসে অন্তিমবার্তা শোনায়
মৃত পথযাত্রী সেবায়
অবাক দেশের বিস্ময়হীন জাতি
হাসছে হিংস্র থাবায়।

আমার বাংলাদেশ বিশ্ব মানচিত্রে
শহীদের রক্তের দাগে
বদলে যাচ্ছে স্বাধীনতার খতিয়ান
জনতার জাগার আগে।

বাদলদিনের ঝিরিঝিরি বৃষ্টি সুরে
কোমল শীতল ধুমে
ভাসিয়ে যাক জনপদ, এই মহাকাল
জনতা গভীর ঘুমে।

‌@শ্যামল বাংলাদেশ
©উদাসকবি™