▪️▪️▪️▪️▪️▪️
প্রাণগুলো অকাতরে
পৃথিবীর মায়া ছাড়ে
আন্দোলনে পথে-ঘাটে।
ক্লান্ত সত্য, মুখ বন্ধ
মিথ্যা সদা যুগ ছন্দ
স্বৈরাচারের পা চাটে।

গোলামিতে জনগণ
অজ্ঞতায় দেয় মন
ভুলে গিয়ে অধিকার
রাজা রাণি দুই জনে
অনাচারে দেহ মনে
সত্য করে অস্বীকার।

কিছুলোক তোষামোদে
প্রিয় সাজে নানা পদে
নীতি নিয়ে সদা ভয়
বিবেকটা পচে মরে
পৃথিবীতে গন্ধ ছড়ে
দুর থেকে ডাকে জয়।

যদি রাখো হাতে হাত
দুর হবে কালো রাত
আসবে বিজয় ভোর।
সূর্য দেখে স্বৈরাচার
পথ খুঁজে পালাবার
সাথে নিয়ে  আলো চোর।।

🖋️আহমাদ সাজিদ উদাসকবি®