#প্রজা_ও_প্রজাপতি
১.
তোমার আছে ক্ষমতার ছড়ি
আমাদের বিস্ফোরক মন
তোমার মেকি হাসিতে গণবশ্যতায়
দেশ থেকে দেশান্তরে, নিঃস্ব জনগণ।

২.
বিছানায় শুয়ে আজ বিশ্বভ্রমণ করি
মোবাইলটা বন্ধ হলে-
একাকিত্বে গুমরে মরি।

৩.
সমাধান খুঁজি
এই পৃথিবীর সব দূষণ থেকে
আমার বুকে তোমার সিংহাসন
সবকিছু দিয়েছে ঢেকে!

৪.
সৌন্দর্যের প্রজাপতি
বুকে চাপা দেয় তোমার দৃষ্টি ভীষণ
নিষ্পেষিত আজ নিঃস্ব প্রজা
আমাদের তো একটাই জীবন।

৫.
স্বাধীনতা হেরে গেছে গণতন্ত্রের কাছে
রাতভর তাই উন্নয়ণের গণভোট
মানচিত্র আছে চিত্রটা নেই
তবুও মানচিত্র খুবলে খেতে হয়েছি একজোট।

৬.
মহাসাগরে নতুন ঝড়
রক্ত আর অশ্রুতে, কাঁদছে সবাই
রাজ্য শোধনে পবিত্র ফরমানে-
শিশুরাই হচ্ছে জবাই।