কেমন করে বাসবো ভালো
চাওনি কভু ক্ষমা
বুকের মাঝে ক্ষতের চিহ্নে
কষ্ট ভীষণ জমা।

নেই অনুতাপ, পাপের বোধ
পাষাণ হৃদয়, খেদের শোধ
সুযোগ পেলে আঘাত করো
কেমন প্রিয়তমা।