ভুল করে ভুলতে যাবো
এমন সুযোগ রাখলে কই?
ঋণের চাঁপে পিষ্ট জীবন
ও আমাদের প্রাণের সই!

উন্নয়নের ঝুলিয়ে মুলা
করলে পূরণ ষোলকলা
ভাই-বেরাদর, পুত্র-কন্যা
চেটে খেয়ে দেশের দই।

🖋️আহমাদ সাজিদ উদাসকবি