গতকাল যেখানে শুরু করেছিলাম "কবি গোলাম রহমানের শুশ্রূষার হাত" কবিতা দিয়ে আজ শেষ করলাম ১১৩তম পোস্টকৃত কবিতা "শুধুই প্রতীক্ষা" কবি- ইসলামুল হককে দিয়ে।

প্রথমে ভেবেছিলাম আমার দৃষ্টিতে সেরা দশটি কবিতার কিছু বিশ্লেষণে যাবো (সমালোচকের দৃষ্টিতে) কিন্তু সময়ের অভাব আর (প্রিয় কিছু মানুষ ও হিতকামী বন্ধুর পরামর্শে) বিতর্ক এড়াতে সেদিকে পা বাড়ালাম না। কাজটা জটিল, অনেক প্রিয় মানুষ ও আমার কাছে সেরা কবিদের কবিতা এই তালিকা থেকে বাদ পড়েছে। যা হোক, বলেছিলাম আমার কাছে সেরা দশের তালিকা প্রকাশ করবো; তাই নিচের এই তালিকা। এর দায়-ভার সম্পূর্ণরূপে আমার উপর.....

খোঁটা :   শ. ম. শহীদ
চোরকাঁটা :  সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি)
দেখি অবক্ষয় (সনেট) :  ড. সুজিতকুমার বিশ্বাস
স্বৈর-প্রেতাত্মা : মোঃ ফিরোজ হোসেন
বয়ে চলে অজয় নদীর ধারা :  লক্ষ্মণ ভাণ্ডারী
মহাকাব্য : কাকলি মল্লিক
রোহিঙ্গারাও মানুষ : মো: আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন(মঞ্জুবাক কবি)
অনুচ্ছেদ : জসীম উদ্দীন মুহম্মদ
গান পুরাতন: আরশাদ ইমাম
ভালোবাসতে বলছি না: কুয়াশা

পুনশ্চ: অনেক কবিতাই ভালো লেগেছিল, কিন্তু দশের তালিকায় আনতে পারি নি। এটাই মনে হয় শেষ, কেননা এতো সময় আর ধৈর্যের পরীক্ষা আর কখনো দিতে পারবো বলে মনে হয় না। সবাই ভালো থাকুন। মন্তব্য নিষ্প্রয়োজন।