২৯ সেপ্টেম্বর ২০১২; শনিবার। পরদিন সাপ্তাহিক ছুটি! তাই অনেকক্ষণ ধরে নেটে ঘুরছিলাম। বিভিন্ন ব্লগ, পেজ এবং ফেসবুকের পোস্ট দেখার পর হঠাৎ বাংলা কবিতার এই সাইটের লিঙ্কটা পাই, এবং এখানে নিবন্ধিত হওয়ার সুযোগ দেখে সাথে সাথেই নিবন্ধিত হয়ে ফেসবুকে পোস্ট করা" মনবিলাসী" কবিতাটা পোস্ট করে দিই। তখন প্রতিদিন তিনটা করে পোস্ট দেয়া যেতো, আবেগের আতিশয্যে পুরনো লেখাগুলো দুই-তিনটা করে প্রতিদিন পোস্ট করতে লাগলাম। জানি এগুলো ছিল "ঘোড়ার ডিম" । তারপর এক সময়, সর্বোচ্চ একটা পোস্টের নিয়ম করা হলো (কবির সংখ্যা ততদিনে বাড়তে লাগল), আমরাও অনেকে একই পোস্টের ছায়াতলে দুইয়ের অধিক কবিতা পোস্ট করে দিতাম।
৭০০তম পোস্ট
দিন গড়ালো, এই আসরে আমার চার বছর হলো। মাঝখানে অনেকদিন (যান্ত্রিক ও মানুসিক গোলযোগে) আসরে থাকতে পারি নি, নিয়মিত পোস্ট দিতে পারি নি, তারপরও অনেক পোস্ট হয়ে গেলো। আজ আমার ৭০০তম পোস্ট হলো এই আসরে!! ধন্যবাদ আর কৃতজ্ঞতা এডমিন মহোদয়ের প্রতি।
লাখের কবিতা
কবিতার আসরের একলাখ পোস্ট! আমরা খুশিতে আর আবেগে আপ্লুত! এর সম্পূর্ণ কৃতিত্ব এডমিন ও সহ-এডমিনবৃন্দের। তাদের নিরলস প্রচেষ্টায় বাংলা কবিতায় "কবিতার আসরের" এই সাফল্য।
৫ হাজারের অধিক কবি আর লাখের অধিক কবিতা! সত্যিই অনন্য রেকর্ড।
এডমিন মহোদয় জনাব পল্লব ভাইসহ সকল কবিদের প্রতি আন্তরিক অভিনন্দন।