তোমার বুঝ আর আমার বুঝ
মাঝখানে বিস্তর গড়মিল
তোমার সাথে হই না একমত
দুজনের আকাশ তবুও নীল।
বিদ্যা বুদ্ধিতেই সেরা পৃথিবী
বিত্তশালী নয় ধনে
শুনে যাবো সবার মতামত
পরমত সহিষ্ণু মনে।
মিল না হোক কামনা-বাসনার
মিল হোক মনের গভীরে
চাওয়া-পাওয়া জীবন ব্যস্ততায়
সম্মান ধরে রাখি পরস্পরে
পড়তে না পারি পরের অন্তর্বই
খুলে দেবো তব পাঠশালা
সব ফুলে না থাকুক সুরভীস্নিগ্ধতা
গুঁজে দেবো তারে কন্ঠমালা।