°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জীবনের পুরো অধ্যায়,
পূর্ণ পরিচ্ছদে আজ
শুধুই ব্যথা!
সুগঠিত সুন্দর অবয়বের
প্রতিটি অঙ্গে আজ-
ছড়িয়ে জড়িয়ে, আঁকড়ে ধরেছে
গহীন গহ্বর থেকে বেরিয়ে আসা ব্যথা।
আমি
কী করে এখন ছন্দ তুলি
রঙের কারিশমা খেলি
কী করে কবিতার শ্লোক লিখি
উপন্যাসের চরিত্রে আঁকি?
কী করে দেখি-
বুকের গভীরে জমাটবদ্ধ হৃদয়
মনের গহীন মন
চোখের ভিতরের চোখ
আকাশ থেকে জমিনের প্রতি স্তরে
মাটির গভীরে মাটির আর্তনাদ
সীমাহীন সীমাবদ্ধতার বিষাদের সুরে
এই সমাজ, সময়ের বিবর্তনের ছবি!
সৃজনশীলতায় ভরা এ মন, এই শরীর
পরের তরে পরিশ্রমে ক্ষয়িত
মজুরি খাটতে গিয়ে
ব্যথিত করেছি উদাসদৃষ্টি, নবসৃষ্টির চোখ
কল্পতরুর দেহ
ভাবুক মনের খেয়ালি দৃষ্টি আজ
পাথরচাঁপা কষ্টে মুছে আসে ঝাপসায়
আমি কী নিরুপায়
কী অসীম অসহায়ত্বে পতিত প্রায়
কী জীবন
হায়! পরবাস।
🗓️১৫-০১-২০০৮ ♦️রোম
‼️সংশোধিত ৫ আগস্ট ২০২১‼️