রক্ত মাংসের শিশু মানবতা
লাশকাটা ঘরে বিশ্রাম প্রাণে
প্রাক-জন্ম মৃত্যুর পরোয়ানা হাতে
সদ্য ভূমিষ্ট অবাক পাশবিকতায়।
ক্ষুধাতুর অন্ত্র, তার চেয়ে বেশি প্রবৃত্তি
মানবিক জৈবিকতার শিকার
আগামীর স্বপ্নেরা, অবাক চাঁদের অমাবস্যা
মৃত্যুর পরোয়ানা হাতে আঁতুড়ঘর
মাথাহীন মানবতা, মগজধোলাই মন
লাশকাটা ঘরে কংক্রিট সিপাহি
বিকৃত মস্তিষ্ক দেয় পাহারা
মৃত্যুর পরোয়ানা হাতে সদ্য ভূমিষ্ট
অবাক পাশবিকতার গল্পে।