নিঃস্ব হয়ে নামতে পথে সত্য মুখোমুখি
এই জগতে যার কিছু নেই
সে-ই সবচে' সুখী।

২.
ভাব পৃথিবীর ঘোর আঁধারে অন্য রকম যাপন
এই জীবনে যার নেই কেউ
সবারই সে আপন।