তুমি ফুল কিংবা পাখি নও
আকাশের নক্ষত্র কিংবা
জমিনের বৃক্ষ নও
তবুও আছো আমার গল্পের উপাদানে
হৃদয়ের গল্পে।

সুবাসিত মুগ্ধতায়-
তুমি আছো আমার কবিতার ছন্দে
ছন্দের গভীরে সকল লিপি।
বরং তুমিই আমার কবিতা
জীবনের পূর্ণতায়।