°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পদ-পদবী সমাজসেবী গদি প্রীতি মান
পদ না পেলে ফিরিয়ে নেয় কৃত যতো দান
পদের জন্যই সমাজসেবা
নইলে তাকে চিনবে কেবা
তাদের জন্য লিখছে কবি কত শত গান।
পদের জন্যই রক্ত বহে গদিভক্ত মন
পদবীহীন নিঃস্ব ফানুস যদিযুক্ত ক্ষণ
পদ-পদবীর এই না রোগ
আম জনতা করছে ভোগ
আইন-কানুনে বশ মানিয়ে শুদ্ধ করে ধন।