°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পতিত তালের এ কাষ্ঠে ছিলাম বসে
দুষ্ট পিঁপড়ের দল এসে পশ্চাৎদেশে
এমন হুল বসাল বিষে চুপিসারে
চোখেরই শ্রাবণে আমি গেলাম ভেসে।

ফুলে ফেঁপে ওঠে ত্বক লালিমায় ক্ষত
আমারই পশ্চাৎদেশে কষ্ট বিনোদনে
ব্যথার দহনে উহ্ শব্দে অবিরত
লাফিয়ে ওঠে এ দেহ চরম পীড়নে।

রে মনুষ্য শক্রু! বিষাক্ত কীট-হুলিয়া
তোর থাবায় এই তনু গেলো ফুলিয়া।

রাগে ক্ষোভে তখন পায়ের নিচে ধরে
পিষতে থাকি মনের ঝাঁজে প্রাণ তাজা
এসব দেখে অবাক সঙ্গী বলে, ওরে!
একের দোষে সবাই কেন পায় সাজা❓

©উদাসকবি™
🗓️২আগস্ট ২০২১♦️কাপাসিয়া
⏲️ ১২ঃ৩৯