▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
পাপের চাঁপে বেড়েছে উত্তাপ
পুড়ছে ক্ষোভের ধরা
নিশ্চুপ জনতা তন্দ্রা বেহুঁশ
কবির কলমে খরা।

রাজ জুলমে প্রজার প্রাণ
সুবাসে মত্ত রক্তের ঘ্রাণ
মনের মাঝে বর্ণের বিভেদ
আইনের ছিদ্র কড়া।।