সবারই কিছু পালিত কষ্ট থাকে
যা খুব যত্ন করে আগলে রাখা হয়।
মাঝে মাঝে কষ্ট ঘষে নতুন করি
চকচকে কষ্টের মাঝে নিজেকে দেখি
অপার্থিব এক সুখের খোঁজে।
কষ্ট পুষি হৃদয়ের গভীরে
এই কষ্ট একান্তই আপনার
খুবই আপন, পরম আত্মার।
কষ্টগুলো চোখের জলে ধুয়ে
স্মৃতির পাতায় যত্ন করে রাখি
অন্যরকম সুখের নেশায়।
কষ্ট করেই কষ্ট রাখি মনে
তাই তো ইচ্ছে করেই নিজেকে কষ্টে ফেলি
মাঝে মাঝে যত্ন করে, মনের উল্লাসে
শুধু চোখদুটোই কথা শোনে না
ইচ্ছে মতো যখন খুশি দেয় ভিজিয়ে
বুকের ক্ষতস্থানে, তবুও কষ্ট পুষি
আনন্দময় এক যন্ত্রণাতে।
উদাসকবি
১৮-০৮-২২