দেশটা যখন পাগলাগারদ, ভণ্ডামি সবখানে
অবাক জবান স্বাধীন স্বরূপ কুলুপ মধ্যপানে
যা বলি সব তাই দেখি না
দৃষ্টি খড়ায় গায়ে মাখি না
পাগল প্রলাপ সুখের আসর সবার মন টানে।