১.
পাপ জন্মায় পাপ
আমার বুকে দেখছি কেবল
তোমার পায়ের ছাপ।

২.
এই পৃথিবী মেঘের ছায়ায়
মনের দৈত্য মরছে এখন
তোমার রূপের মায়ায়।

৩.
জোয়ার-ভাটা নদী
গোল্লায় যাক দেশের স্রোত
সাগর শয্যায় গদি।