পড়াশোনা নেই আজ পাঠশালা বন্ধে
দণ্ডহীন মেরু তাই হাতে ধরে অন্ধে
তারহীন মুঠোফোনে শুধু চলে খেলা
লেখাপড়ার বারোটা কেটে যায় বেলা
অন্তর্জালে রাতদিন বেসামাল ছাত্র
চলে শুধু দলবাজি রংবাজির পাত্র
সময়ের কানাগলি লেখাপড়া দ্বন্দ্বে
বর্ণমালা কেঁদে মরে বই পোড়া গন্ধে।
খুলে দাও পাঠশালা, হোক লেখাপড়া
অজ্ঞতায় মেরে তালা বই মেলে ধরা
পাঠহীন আঙিনায় আগাছার মণি
কাজহীন মাথা তাই প্রবৃত্তির খনি
মাঠে হোক খেলাধুলা হৈচৈ করে মেলা
মন খুলে উল্লাস স্বপ্নের ছেলেবেলা।
©আহমাদ সাজিদ উদাসকবি