আমার চারপাশে এখন অসীম শূন্যতা
শূন্যতায় ভাসে হিমেল মেঘ
আমি মেঘ ভালোবাসি, হিমেল নয়
তবুও এখানে সবার চিত্ত হিমালয়।
নানা শব্দের ঝনঝনানি, ব্যস্ততা সবখানে
তবুও আমার নিঃশব্দে ব্যাকুলতা
নিস্তব্ধতায় কাটে প্রহর, অসীম শূন্যতায়
আমি শুনি নির্বাক প্রকৃতির আহাজারি।
নানা ঝামেলার নানা কোলাহল, প্রাণারণ্যে
প্রাণী দিয়ে ঘেরা পৃথিবীর মুখরিত সম্ভার
আমি প্রাণ ভালোবাসি, কোলাহল নয়
তবুও এখানে সবার প্রাণে চিৎকার বিনোদন।