তুমি আজ বৃষ্টি নামাও এই শহরে
আমার চোখে
তুমি তাই মেঘের দলে আমায় দেখো
তোমার সুখে
চোখের ভাষায় চোখের তারায়
আমার এই মন ভালোবাসায়
আগলে রাখি তোমার ছবি প্রেম যতনে
আমার বুকে।
তোমার সুখে সইবো ক্ষত এই হৃদয়ে
কঠিন যতো
কষ্ট আমায় দেবে সুখ তোমার ঘাতে
মনের মতো
তবুও তোমায় ভালোবেসে
হৃদয় দিয়ে কাছে এসে
যাবো দূরে তোমার জন্য অন্য ভুবন
শান্ত মুখে।