আবারো পাতাঝরা দিন এসে দেয় হাতছানি
কিছু রক্তরেখা প্রকাশিত হয় দিগন্তজুড়ে
টানটান চামড়ার খসখসে রুক্ষতার পাগলামি
প্রকাশিত হয় রূপ অমানবিক।
খিটখিটে মেজাজের বাড়ন্ত স্রোতধারায়
আকাশে রূপালি চাঁদের প্রাণবন্ত উচ্ছ্বাস
মন ছুঁয়ে দেয় কিন্তু শান্ত হয় না।
হাড় কাঁপানো শ্বৈত্যপ্রবাহ সমস্ত মানবিক ছুঁয়ে
বিড়ির আগুনে শীতলতা ঢাকতে চাই
কখনো খড়কুটো জ্বালি, কখনো ঝরাপাতার স্তুপে
আগুন রাখি গামলা ভরে ঘরের কোণে
আগুন লাগে বুকের ঘরে।
সেই আগুনে হৃদয় পোড়ে, সুখ জ্বলে
ছারখার হয় স্বপ্নের বসতভিটা
মানবিকতার আগে যোগ হয় "অ"!
খবরের কাগজে ছাপা হয় শিরোনাম
কিছু খোরাকের অন্তরালে, কাগজের কাটতি
কিছু মন থাকে নতুন খবরের সন্ধানে...