প্রগতির ঝান্ডা ধরে কিছু ঊনমানুষের দল
চেতনার বাণী ফেরি করে বাঁচে
আমার হাত গ্লাণিতে বাঁধা, নয়তো
ভন্ডদের গালে পড়তো চপেটাঘাত।
সব বিশ্বাসঘাতক নীতির কথা বলে
আমার মতো নীরিহ গর্দভ শুধু চেয়ে দেখে
কিছু কুকুরের পাল
সময়ের কথা বলে, বিজয়ের গল্প বলে।

আকাশের মেঘের ঘনঘটা
সব দিন শ্রাবণের কোলাহল ঢাকা
রাজারাণির গল্পের আড়ালে
চাপা রয়ে রয় প্রজাদের গল্প।
পত্রিকায় পাতা ভরা হিংস্রেদের উন্মাদনা
তবুও আনন্দে নাচে ঊনমানুষের দল।