পুরনো ক্ষতে আবারো দগদগে ঘা
রক্ত আর পুঁজে বসে ঝাঁকে ঝাঁকে মাছি
দৃশ্যটা পুরাতন, নতুন দর্শনে
মাছি মারার যন্ত্র আসে প্রতি বছর
নানা পরিকল্পনা আর উন্নয়ন বাজেটে
মাছি বাড়ে, উন্নয়ন বাড়ে
নিত্য নতুন যন্ত্র আসে পৃথিবীতে মাছি তাড়াতে।
মাছি মারার পরিকল্পনা করলেও এই জাতি
কখনো ক্ষত ভালো করার কথা ভাবে না।
পুরনো ক্ষতের পাশে অসংখ্য ক্ষত সৃষ্টি হয়
ঝাঁকে ঝাঁকে উড়ে আসে নিরীহ মাছির দল
দগদগে ঘায়ে রক্তস্নাত পুঁজে ভোজ উৎসব
মাছি মারার যন্ত্র আসে
ক্ষত সারানোর মলম আসে না।
♦️পুনশ্চঃ কবিতাটি গতকালের পোস্টে ছিলো। আজ ডিলিট হয়ে গেছে,তাই নতুন করে পোস্ট করতে হলো। কবিতাটি দ্বিতীয় সংস্করণ।