আবেগ দিয়ে বিবেক মেরে অহম অভিমুখী
আমিত্ব আর বড়াই করে হয় না কেহ সুখি।
রাজ বানিয়ে নিজের ঘর
পড়শী ভাবি খুবই পর
বিবেক দিয়ে আবেগ ঢাকো মনকে রাখো ভুখি।