অভাবের ভাবে জ্বলে কেবলই
লোভের আগুন
ছারখার বুকে দেখি জীবনের
সুপ্ত ফাগুন।
মৃত্তিকা বিলাসে সীমান্ত ছুঁয়ে
কদাকার আসমান
মেঘালয় সাগরের গর্জন
নীলে ভাসমান।
নয়নের বর্ষণে অতি মাত্রায়
ছাতি ভেঙ্গে চৌচির
চাহিদার হিংস্রতায় সারাক্ষণ
বিপন্ন এই জায়গীর।