কল্পনার অনুভবে পতিত প্রশ্নে
যদিও বলি ভালো আছি
স্পর্শহীন একরাশ ছোঁয়াচে সুখে
দুজনে এই কাছাকাছি
দুরত্বের সীমানায় বাঁধন ছিঁড়ে
কাছে আসার গল্প বলি
অভিমান প্লাবনের জোয়ার তোলে
ঢেউ ভাঙার স্রোতে চলি
বসে থাকি এই ভেবে
হাত তুমি চেয়ে নেবে
কল্পনার পরশে জুড়িয়ে হৃদয়
হয়ে যাবে অন্তর্মৈামাছি।
বৈষয়িক জটিলতা অঙ্কুরে ভুলে
মন-সীমান্ত দাও খুলে
আকাশের সীমানায় দৃষ্টি বিলাও
চোখের পাতা আরো তুলে
সময় দেখে নব সাজে
স্বপ্নের ঘরে ঘন্টা বাজে
তোমায় দেখার ব্যাকুলতা আমায়
আনে মন নন্দনগাছি।