◾◾◾◾◾◾◾◾◾
ভোরের নিঃশ্বাস যখন পড়ে
ঘুমন্ত এই নগরীর শরীরে
জেগে ওঠে সে রক্তিম বর্ণে
মনে হয় সূর্যের আলো মেখেছে গায়।

একটি শুভ্র আকাশে আলোর ঝলকানি
হঠাৎই বারুদের গন্ধ ছড়ায় তীব্রতায়
বজ্রপাতের শব্দময় ছন্দে নাচে প্রকৃতি
সূর্যের আলো নয়, রক্তের উন্মাদনা।

এখানে গল্পটা উন্নয়নের, সভ্যতার খোলসে
ধ্বংসের নিনাদে রাজকীয় অভ্যর্থনা
প্রাণীর গভীরে প্রাণের স্তব্ধতা
মুখ থেকে বেরোয় শুধু মসলার ঝাঁজ
বুকে তবুও লেগেছে আগুন।

তাড়াহুড়ো জনতা দৌড়ায় এখানে
অশুভ ফুলের গোলকধাঁধার চক্করে।
মধুরাণি কেবলই হাসে
চিকন চোখের চাহনিতে।

একটি অন্ধপাখি সূর্য থেকে খসে পড়ে।
আকাশের বিশাল হৃদয়জুড়ে
বেঁকে যায় জনতার বুক।
তবুও হাসিমুখে তারা এগিয়ে যায়
খুনীদের সাদর সম্ভাষণে
রক্ত শোষণের অবাধ চারণভূমিতে।


#উদাসকবি