সূর্যের জ্বালামুখ পৃথিবীর পৃষ্ঠে
প্রস্ফুটিত নরকের দোলায় গলছে ঘিলু।
রক্ত আর ঘামের জোয়ারে
প্লাবিত মৃত্তিকায় রৌদ্রের হাসি!
ধূসর জমিনের ওপারে
সোনালি আকাশে আগুনের খেলা
অশ্রু স্বেদে বারুদের গন্ধ।
রাস্তা পুড়ছে, রাস্তা ডুবছে
ফোস্কা পড়া পা
নির্মল বাতাসে অক্সিজেন নেই।
আকাশে বাজে যুদ্ধের নাকাড়া
এক্ষুনি চাই একটা শান্তিচুক্তি
মাথায় পড়ে না মেঘের ছায়া
মেঘগুলো আজ চুরি হয়ে যায়!