°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হুক্কা হুয়া শিয়াল মশাই
রাতের গহীন বনে
জ্যোস্না বিভোর শ্বেত ছায়ায়
খেলছে আপন মনে।

সঙ্গী তাহার বাঘ, সিংহ
নিত্য জুটে আদর
আরো আছে হাতি ভল্লুক
নাচে বেঁটে বাঁদর।

ভুলে পশুর স্বভাব ধর্ম
সোহাগ-প্রীতির হাঁট
ঘুরছে সিংহ কুকুর পিছু
রাঙায় সাতের ঘাট।

বাঘের লেজে শিয়াল খেলে
ইঁদুর চাটে গাল
নীতির গ্রহণ লাগছে বনে
পশুর শূন্য ছাল।

©উদাসকবি™