°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আকাশ জুড়ে নীলের তান্ডব মহানন্দে
বাতাসে ভেসে আসে শুধু উৎসব গন্ধ।
চোখের নিশানা ফিরে আসে দৃষ্টি দ্বন্দ্বে
বাহারি লগনে ভাবি সুখ ক্ষণে বন্ধ।।
আমার ভুবনে আমি রাজা সাধ্য সাধে
পরের জৌলুসে কাঁপি না কখনো তবু
আমিষ সময়ে ধরি ঘন্টা নিজ কাঁধে
স্বার্থের বাইরে রাখি সব সাধ্যে কভু।
লগন পেরিয়ে যায় বেলা খালি হাতে
হাতাশা বাড়িয়ে আরো কিছু সন্ধ্যাবেলা
জোনাকি নাচন মহা সুখে এই রাতে
রুগ্নতা দাফন করে তারা করে খেলা।
আলো-ছায়া জীবনের মঞ্চে নাট্যকার
রচিল কেমন নাট্য তবু চমৎকার!!
উদাসকবি®