সব বেদনায় বিরহ আনে
বিষাদে ভারি ক্ষনে
কিছু হারিয়েও কেন আজ
আনন্দ জাগে মনে!

নব উদয়ে এ উদ্যান
জীর্ণ দীন তব প্রস্থান
আকাশে ক্রন্দসী তারার মেলা
পুলকে ধরা ধনে।।