♦️নয়াকাব্য
🖋️আহমাদ সাজিদ উদাসকবি
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
এখনো ঘুমে! কাটে নি ঘোর
হুঙ্কারে রাত, আসে না ভোর।
বিস্মিত প্রাণ চমকে মন
কল্পিত সুখে কাটছে ক্ষণ।
স্বপ্নে বিভোর অথর্ব জাতি
কেউ বা এসে জ্বালাবে বাতি।
ঘুম ভাঙ্গলে ভোর আসবে
প্রাণের ডাকে সূর্য হাসবে
নতুন বিশ্বে আঁকবে ছবি
আবারো কাব্য লিখবে কবি।
#পুনশ্চঃ
দশ বর্ণের দশ চরণ
অক্ষরবৃত্তে কাব্য চয়ন।