ছোট্ট বেলার নানীর বাড়ি
হরেক মজার স্মৃতি
নানা-নানীর, মামা-খালার
আদর সোহাগ প্রীতি!

নানার কাছে মজার গল্প
নানীর হাতের পিঠা
মামা-খালার কড়া শাসন
লাগতো বড়ই মিঠা!

বাড়ির থেকে নানীর বাড়ি  
বেশি আদর খাতির
কুঁজো নানা চলতো হেঁটেই
হাতটি ধরে নাতির

অবাক নাতি নানার কাছে
জানতে শুধু চায়          
আর কতদূর নানী বাড়ি
কষ্ট ভীষণ পায়

হাসির দমে বলেন নানা
ঐ তো দেখা যায়
বিলের ধারে গাছের সারি
ক্লান্ত নাতি তাকায় !

একের পর বিল পেরিয়ে
নানান রাস্তা ধরে
সন্ধ্যা বেলায় শাল বাগানে
পৌছে নানীর ঘরে

নানীর মুখে মধুর হাসি
নাতি জড়ায় গলে
ক্লান্তি জুড়ায় মুখের কথা
গল্প মজার ছলে!            

২৯-১১-২০
🖋©Udashkobi