বিছিয়ে ষড়যন্ত্রের জাল
নামফলকের সব উন্নয়নে
জনতার পুড়ছে কপাল!

দানের উৎসব সবখানে
লোকদেখানো এই সমাজসেবা
আমাদের বড্ড টানে।

চারদিকে শিকারির ফাঁদ
আকাশের নেই সীমানা তবুও
শূন্যতায় মেঘের বাঁধ।

মুখসর্বস্ব সুখ নিরবধি
আইনের ধারাপাত শেখায় যারা
তাদেরই প্রিয় গদি।

অতিথি পাখির বিচরণ
ক্ষমতার মমতায় স্বদেশ শ্যামল
কাঁদে শুধু জনগণ।