আমরা এখন আর পরিপূর্ণভাবে আসতে পারি না
কখনো শরীর আসে, মন থাকে কোমায়
কখনো মন আসে, দেহ থাকে ঘরবন্দী।
সামনে আসে দেহ, মন থাকে না
পিছন ফেরে দেহ, মুখ থাকে না
মুখ যখন সামনে, দেহ পিছন ফেরে।
অথচ মহানবী (স.) বলে গেছেন-
যখন তুমি সামনে আসবে, আসবে সম্পূর্ণরূপে
যখন পিছন ফিরবে, চলে যাবে সম্পূর্ণরূপে!
আমাদের দেহ তো যায়, মন পড়ে থাকে
আমরা চলে যাই, কথা চলতে থাকে।
দেহের প্রস্থানে গুজব থেমে থাকে না।