আকাশের এই ঘনঘটা, মেঘের আর্তনাদ
বারুদের বেশে আসুক স্বস্তির বাতাসে
এই বিজলীর আড়ালে চলুক
বর্ষণের আনন্দধারা।
এই জনপদে নামুক সুশীতল-
কল্যাণময় বাদলের ধারা!
এই বৃষ্টিটা হোক মৃত্তিকা জননীর-
আশীর্বাদে
ধুয়ে মুছে হোক সাফ
সতেরো বছরের জঞ্জাল।
উর্বর হয়ে উঠুক প্রতিটি মন, মগজ
আগামী দিনের সোনালি ফসলের জন্য।
যেই বীজ আজ অঙ্কুরিত হয়েছে
দেশের গর্ভে, রক্তের প্লাবণধারায়
নির্বিঘ্নে বেড়ে উঠুক মহীরুহ রূপে
প্রকৃতির সৌন্দর্যে তার ফুল ও ফলে
মনুষ্যত্বের বিকাশে আসুক
সাম্য, ন্যয্যতা আর সম্প্রীতি
আগামী দিনের উজ্জ্বল অধ্যায়ে।