সবার উপরে অর্থ-সম্পদ
তার উপরে নাই
অভাবের তাড়নায় নিত্যদিন
সত্য চিবিয়ে খাই
সত্য মানুষ সততায় বিবেক,
জীবনের বড়াই
অভাবের দুয়ারে রাজ ভিখারি
মানুষ কোথা পাই।
সত্যই জীবন সত্য মানবতা,
জীবনে প্রতিদিন
মিথ্যার ছলনায় স্বপ্নবিলাসী
মানুষ মূল্যহীন
ভালোবাসা সত্য জীবনের পথ্য,
চিত্তের দ্বন্দ্বে মন
মায়ার আবেগে সবকিছু মিছে,
অর্থ পরম ধন
নাড়ির বন্ধন স্নেহের স্পন্দন
সত্য এই সংসার
অভাবের তাড়নায় পশু মন
দিয়ে যায় হুঙ্কার!
মনুষ্যত্বের দোহাই তোলে
মনুষ্য করি বধ
বেঁচে থাকে শুধু ক্ষমতার লোভ
আঁকড়ে ধরি পদ।
সবার উপরে রাজনীতি সত্য
তার উপরে নাই
দল বদলের আদর্শ নীতিতে
শত্রুতে ভাই ভাই।
🗓️১৫-০৭-২০২১ 🕰️০০ঃ৩৩